Rice Cooker হলো ভাত রান্নার যন্ত্রবিশেষ । আমরা বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের Rice Cooker সরবরাহ করে থাকি। আমরা বিভিন্ন নামিদামি Brand এর Rice Cooker সম্পর্কে ভালো ধারণা রাখি । তাই আমরা বলতে পারি রাইস কুকার সরবরাহে Rasanasa সেরা।

Rice Cooker হলো ভাত রান্নার যন্ত্রবিশেষ । আমরা বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের Rice Cooker সরবরাহ করে থাকি। আমরা বিভিন্ন নামিদামি Brand এর Rice Cooker সম্পর্কে ভালো ধারণা রাখি । তাই আমরা বলতে পারি রাইস কুকার সরবরাহে Rasanasa সেরা।

Electronics Accessories

Rice Cooker এ Rasanasa কেনো সেরা -

Rasanasa তে অধিকাংশ রাইস কুকারেই ওয়ান-টাচ অপারেটিং সিস্টেম থাকে।  Rasanasa.com এ অনেক অ্যাডভান্স রাইস কুকার পাওয়া যায়, এগুলোতে ডিজিটাল কন্ট্রোল দেওয়া থাকে। আবার সেল্ফ-টাইমার বা ডিলে স্টার্ট, অটোমেটিক কিপ ওয়ার্ম, স্লো কুকিং, ভাপে সিদ্ধ করা ইত্যাদির ব্যবস্থাও থাকে। তবে রাইস কুকার কিনতে গেলে সেল্ফ টাইমার বা ডিলে স্টার্টের সুবিধাযুক্ত কুকার কেনাই ভালো। এর ফলে একটি নির্দিষ্ট সময় ভাত রান্না শুরুর সময় সেট করা যাবে। আবার ভাত তৈরি হতে আর কত সময় বাকি, তা- জানা যাবে। রান্নার সুবিধার কথা ভেবে Rasanasa.com এসব উন্নত মানের নিয়ে হাজির হয়েছে । তাই আপনারা নিশ্চিন্তে rasanasa.com থেকে Rice Cooker সহ সকল ধরনের প্রোডাক্ট কিনতে পারেন।


রাইস কুকার ব্যবহারের নিয়ম Rice Cooker   কি কি রান্না করা যায়:

রাইস কুকারে ভাত ছাড়াও অন্যান্য কিছু রান্না করা যায়। যেমন রাইস কুকার ব্যবহার করে আমরা ডাল সিদ্ধ করতে পারি, ডিম সিদ্ধ করতে পারি, পোলাও খিচুড়ি রান্না করতে পারি, তাছাড়া মাছ-মাংস রান্না করা যেতে পারে।নিচে Rice cooker  ব্যবহার করে কিভাবে এই রান্না গুলো করা হয় সে বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করা হলোঃ-

রাইস কুকারে ভাত রান্নার নিয়মঃ

প্রথমে চাল ভালো করে ধুয়ে নিতে হবে এবং পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে।তারপরে Rice কুকারের ঢাকনা খোলা অবস্থায় চাল দিয়ে দিতে হবে। চাল দেওয়া হয়ে গেলে রাইস কুকারের ঢাকনাটি বন্ধ করে দিতে হবে এবং সুইচ অন করে দিতে হবে।তাহলে ২৫-৩০ মিনিটের মধ্যে ভাত রান্না হয়ে যাবে। অনেকেই রাইস কুকারে চাল পানির অনুপাত চাল যে পরিমাণে তার দ্বিগুণ পানি দিতে হবে।

রাইস কুকারে ভাত পুড়ে যায় কেন বা কি কারণে এই সমস্যাটার সৃষ্টি হয়ে থাকে অনেকেই বুঝে উঠতে পারে না। যদি অতিরিক্ত সময় ধরে রাইস কুকারে রান্না বসিয়ে অর্থাৎ নির্দিষ্ট সময় পার হওয়ার পরও যদি ভাত না নামিয়ে থাকি তাহলে অনেক ক্ষেত্রে ভাত পুড়ে যেতে পারে। তাছাড়া অনেক ক্ষেত্রে কম পানি দেওয়ার কারণেও ভাত পুড়ে যেতে পারে।আশা করি রাইস কুকারে কিভাবে ভাত রান্না করে এই বিষয়ে ধারণা পেয়েছি।

আমরা Original  Rice Cooker অফার করে গর্ব করি, নিশ্চিত করে যে আপনি এমন একটি পণ্য পেয়েছেন যা কর্মক্ষমতার সর্বোচ্চ মান পূরণ করে।